কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আগামী ২৪,শে, অক্টোবর সারা দেশে কালী মায়ের পূজা শুরু হতে চলেছে। সেই পূজা উপলক্ষে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ডায়মন্ডহারবার জেলা পুলিশের উস্হি থানার ডাকে সর্বদলীয় বৈঠক ডাকা হয় উস্হি হাটের বিজলী কমপ্লেক্সে। এই বৈঠক এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সকলের কাছে আবেদন রাখেন উস্হি ও মগরাহাট থানার দক্ষ পুলিশ অফিসার ও সার্কেল অফিসার শ্রী সুবির কুমার বাগ। এই বৈঠকে উপস্থিত ছিলেন উস্হি থানার অফিসার ইনচার্জ ছাড়া অন্যান্য পুলিশ অফিসাররা। সেই সাথে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম প্রধান নেতা ও মগরাহাট পশ্চিম ১,নাম্বার, ব্লক উন্নয়ন কমিটির ভাইস চেয়ারম্যান শ্রী মানবেন্দ্র নাথ মন্ডল ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের মাইনরিটি দলের আহবায়ক তৌফিক মোল্লা ও শিক্ষাবিদ আবদুর রউফ বৈদ্য ছাড়া এলাকার অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তি উপস্থিত ছিলেন। এবার কালী পূজা উপলক্ষে এলাকায় কড়া নজরদারি শুরু করেছে মগরাহাট ও উস্হি থানার পুলিশ। সেই সাথে নিষিদ্ধ বাজি যাতে ব্যবহার না করতে পারে তার জন্য আগাম সতর্কবার্তা দিয়েছেন উস্হি ও মগরাহাট থানার সার্কেল অফিসার ও দক্ষ পুলিশ অফিসার শ্রী সুবির কুমার বাগ।।
আপনার মতামত লিখুন :