সন্দ্বীপে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২২, ৮:১৩ অপরাহ্ন / ৬১৩
সন্দ্বীপে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

 

সাব্বির রহমান, সন্দ্বীপ

সন্দ্বীপে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সন্দ্বীপ উপজেলার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর কেন্দ্রীয় সহ- সভাপতি নুরুল আকতার।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সন্দ্বীপ উপজেলার সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি শহীদুল ইসলাম রিপন। এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ডা.আতাউল হাকিম, জাসদ নেতা মাঈন উদ্দীন বকুলসহ প্রমুখ।

স্থানীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো অশুভ শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সকল অপশক্তির অশুভ তৎপরতা রুখে দেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। বক্তারা আরও বলেন, সন্দ্বীপ থেকে জাসদ এর মনোনীত প্রার্থী নুরুল আকতারকে আগামি নির্বাচনে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাসদ কেন্দ্রীয় সহ-সভাপতি ডাকসুর সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নুরুল আকতার তাঁর বক্তব্যে বলেন,দুর্নীতির বাহিরে এসে সন্দ্বীপকে এগিয়ে নিতে হলে জাসদের কোন বিকল্প নেই। জাসদ মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী।


There is no ads to display, Please add some