ইলোরা সোমা
তারিখ ঃ-২৩/১১/২০২২
তোমার আদি থেকে
অন্ত পুরটোই যেন
অচেনা রাজ্য
আমার জন্য।।
অচেনা পথ আর
অচেনা সব গলি
তবু ও সেই রাজ্যের
অধিপতি হবার
কি নিদারুণ
ইচ্ছে আমার।।
সময় অসময়ে রাজ্য
নিয়েই ভেবে চলি
সে বলে আমি
বোকা নাকি।।
চেনো না-জানো না
বিশ্বাস কর
কিসের ভরসায়।।
অচেনা যে রাজ্য
অচেনা যে জীবন
কিসের কারনে
তা আবার
তোমায় নাকি ভাবায়।।
আজ তুমি বলছো
চিনো কি আমায়
কাল হয়তো বলবে
কি মধুময় ছিলো
সেদিন গুলো।।
ইলোরা সোমা
সাহিত্য সম্পাদক
ব-দ্বীপ বাংলাদেশ
আপনার মতামত লিখুন :