সরিষাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত:


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২২, ২:৩৩ অপরাহ্ন / ৬৮৭
সরিষাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত:

কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

‘‘এসো করি সমবায়, দূর হবে সব অন্তরায় সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি’’ দশে মিলে করি কাজ নাহি জিতি নাহি লাজ- এই প্রতিপাদ্য স্লোগানের আলোকে জামালপুরের সরিষাবাড়ীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সংগঠক ও প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদ
প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করে উপজেলা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌরসভার মেয়র মনির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা একাডেমী সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, সরিষাবাড়ী থানার (ওসি) মহব্বত কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার প্রমুখ। এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা সমবায়ই সংগঠনের সদস্য বৃন্দরা উপস্থিত।