সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে ৩ জুয়াড়ি আটক


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২২, ৯:১৬ অপরাহ্ন / ৫৮৮
সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে ৩ জুয়াড়ি আটক

 

কামরুজ্জামান লিটন,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সরিষাবাড়ী থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় ফজল মিয়ার নির্জন বাড়িতে দীর্ঘ দিন ধরে জুয়ার আসর চলে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৭টার দিকে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে বগারপাড় গ্রামের মৃত মোজাম্মেল হক (মন্টু) শেখের ছেলে সজিব মিয়া (২৪) ও কালু শেখের ছেলে ফজলু মিয়া (৪৫), এবং একই এলাকার হাতেম আলীর ছেলে আলম মিয়া (৩২) আটক করা হয়। পরে তাদের উপর জুয়া খেলার অপরাধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মহব্বত কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বগারপাড় এলাকায় অভিযান চালিয়ে জুয়াডিদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 


There is no ads to display, Please add some