সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্টে দাদা-নাতীর মৃত্যু


প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২২, ৯:১১ অপরাহ্ন / ৫৭২
সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্টে দাদা-নাতীর মৃত্যু

 

কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতীর করুণ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দার পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-কান্দারপাড়া গ্রামের রাজু মিয়ার পিতা মুজিবুর রহমান (৬০) এবং তার শিশু সন্তান কাউসার হোসেন (৩)।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে মুজিবুর রহমান তার নাতি কাউসারকে নিয়ে ফসলি জমিতে সেচ দেওয়ার জন্য সেচপাম্প চালাতে যান। এ সময় সেচপাম্পের লীকেজ তারের সংস্পর্শে জড়িয়ে পড়েন দাদা এবং নাতী কাউসার। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে কামরাবাদ ইউপি চেয়ারম্যান আঃ সালাম (জিএস) বলেন, তারা আমার ইউনিয়নের লোক। ফসলি জমিতে সেচ দেওয়ার জন্য গেলে দাদা এবং নাতি সেচপাম্পের তারের সাথে জড়িয়ে মৃত্যুবরণ করেন।