সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত:


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২২, ৪:৩৯ অপরাহ্ন / ৫৫৫
সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত:

 

কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন করেছেন উপজেলা আওয়ামী লীগ।

বুধবার (৩ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেল হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা সভাপতিত্ব করেন।

এ-সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, বীর মুক্তিযোদ্ধা এম.এ লতিফ, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩ নভেম্বর জেল হত্যায় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।