কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স হল রোমে এই প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা লতিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, সরিষাবাড়ী থানার (ওসি) মহব্বত কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, ২নং পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, আনিছুর রহমান জুয়েল, আবু তাহের, বুরহান উদ্দিন বাদল, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ-সময় সভায় উপস্থিত মন্ডলীরা শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
আপনার মতামত লিখুন :