সরিষাবাড়ীতে কমিউনিটি পুলিশ ডে ২০২২ পালিত


প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২২, ৯:২৬ অপরাহ্ন / ৭৩০
সরিষাবাড়ীতে কমিউনিটি পুলিশ ডে ২০২২ পালিত

কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ী প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে কমিউনিটি পুলিশ ডে ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (২৯অক্টোবর) দুপুরে সরিষাবাড়ী থানার উদ্যোগে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সরিষাবাড়ী পরিদর্শক (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর সভাপতিত্ব করেন। সভায় সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ, পৌর মেয়র মনির উদ্দিন, কাউন্সিলর আ. হক তরফদার, সাখাওয়াত আলম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমেদ, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন।

এতে অন্যদের মধ্যে সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক, সাধারন সম্পাদক ফারুক হোসেন ফিরোজ, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম কিসমতসহ সকল সাংবাদিক এবং স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।