সরিষাবাড়ীতে সুফলভোগী সদস্যদের মাঝে বীজ বিতরণ


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২২, ৯:৫৬ অপরাহ্ন / ৩২২
সরিষাবাড়ীতে সুফলভোগী সদস্যদের মাঝে বীজ বিতরণ

 

কামরুজ্জামান লিটন সরিষাবাড়ি প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে সুফলভোগী সদস্যদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭অক্টোবর) দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিস হল রুমে বিভিন্ন সমিতির সদস্যদের মধ্যে এই বীজ বিতরণ করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন সুত্রে জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কতৃক বাস্তবায়িত দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন সমিতি থেকে আসা ৬৬ জন সদস্যদের মাঝে ৭ কেজি করে পেঁয়াজের এই বীজ দেওয়া হয়।

এ-সময় বীজ বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিআরডিবি উপ-পরিচালক লুৎফর রহমান, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি সভাপতি শফিকুল ইসলাম খোকন। আরো উপস্থিত ছিলেন- সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিয়াউল ইসলাম, শস্য উন্নয়ন বিশেষজ্ঞ মোখলেছুর রহমান প্রমুখ।