সলঙ্গার হাটিকুমরুলে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।


প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২২, ১০:২৪ অপরাহ্ন / ৬০৮
সলঙ্গার হাটিকুমরুলে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ১১৭ বোতল ফেন্সিডিলসহ শুভ রহমান (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার হাজী ঈমান আলী মার্কেটের সামনে মহাসড়কের উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত শুভ রহমান নীলফামারী জেলার সৈয়দপুর থানার নয়াটোলা এলাকার বাবুলের ছেলে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান,চিলাহাটি কালিগঞ্জ হইতে তয়েজ এন্টারপাইজ (ঢাকা মেট্রো-ব-১৫-৯২৪৬) ঢাকা যেতে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১১৭ বোতল ফেন্সিডিলসহ শুভ রহমানকে আটক করা হয়।
এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।


There is no ads to display, Please add some