সাপাহারে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত 


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২২, ২:১৬ অপরাহ্ন / ৫১২
সাপাহারে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত 

 

নাজমুল হক সনি ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

“বর্জ্যের পরিশোধন নিশ্চিত হবে ঠিকসই স্যানিটেশন, হাতের পরিছন্নতায় এসো সবে এক হই” শ্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর এবং বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে হাত ধোয়া কর্মসূচি ও র‍্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ কর্মসূচি বাস্তবায়ন করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মৎস্য অফিসার রোজিনা পারভীন, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক সহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।


There is no ads to display, Please add some