সাবেক উপমন্ত্রী দুলুর বিরুদ্ধে দুদকের মামলার স্থগিতাদেশ ১২বছর পর বাতিল!


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২২, ১২:১৮ অপরাহ্ন / ৫৮০
সাবেক উপমন্ত্রী দুলুর বিরুদ্ধে দুদকের মামলার স্থগিতাদেশ ১২বছর পর বাতিল!

লালমনিরহাট জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলাটির বিচার কার্যক্রমের ওপর থাকা স্থগিতাদেশ দীর্ঘ ১২বছর পর বাতিল করলেন হাইকোর্ট। এর ফলে তার বিরুদ্ধে মামলাটি চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। একই সঙ্গে আগামী ১বছরের মধ্যে মামলাটি বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মামলাটির ওপর জারিকৃত রুল খারিজ করে সোমবার (৭ নভেম্বর) বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ খুরশীদ আলম খান। অন্যদিকে দুলুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রাজ্জাক খান।

এর আগে দুলুর বিরুদ্ধে দুদক ২০০৯ সালের ২১ জানুয়ারি লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ১কোটি ৬১লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলায় একই বছরে দুদক চার্জশিট দাখিল করে। এরপর মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট ২০১০ সালে ২৫ আগস্ট মামলাটির বিচারিক কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। সেই থেকে এ মামলাটি বিচার কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল।


There is no ads to display, Please add some