সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২২, ১০:৫০ অপরাহ্ন / ৪১৫
সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

সিংড়া উপজেলা প্রতিনিধিঃ
আলিফ বিন রেজা
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুজাইফা নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার রাখালগাছা সাজিপাড়া গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু হুজাইফা উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা সাজিপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, রাখালগাছা সাজিপাড়া গ্রামের হুজাইফা তার বাড়ীতে খেলা করছিল। হঠাৎ সকলের অগচরে সে বিদু্তের তারে হাত দেয়। এ সময় সে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।