সিংড়া উপজেলা প্রতিনিধিঃ
আলিফ বিন রেজা
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় নাটোর জেলার সিংড়া উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১১:০০ টা হতে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় সিংড়া উপজেলার সিংড়া বাজার এলাকায় অবস্থিত মা হোটেলকে ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করার অপরাধে ৪,০০০/= ( এবং একই বাজার এলাকায় অবস্থিত মেসার্স সনাতন স্টোরকে ৪৫ ধারায় ১,০০০/= টাকাসহ সর্বমোট ৫,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।নাটোর জেলা সিংড়া থানার একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় উপর্যুক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :