সিরাজগঞ্জস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ফোরাম এর নানা আয়োজনে প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত।


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২২, ১১:০৩ অপরাহ্ন / ৪০৩
সিরাজগঞ্জস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ফোরাম এর নানা আয়োজনে প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবিয়ান সিরাজগঞ্জ ) এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ফোরাম এর নানা আয়োজনে প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত।

শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়াম অনুষ্ঠানে প্রথমে গিফট বিতরণ, ৯ টায় শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন এতে ব্যানার, ফেস্টুন, ব্যান্ডপার্টি,ঘোড়ার গাড়ি ও র‍্যালিতে সহযোগিতা করে সেবা মুক্ত স্কাউট গ্রুপ দ্বিতীয় পর্ব সকাল পৌনে এগারো টায় শেখ কামাল অডিটোরিয়াম পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ, ১১ টায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবিয়ান সিরাজগঞ্জ ) এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ফোরাম এর আহবায়ক নরেন্দ্রনাথ মন্ডল। এরপর আহবায়ক কমিটির ও উপদেষ্টা মন্ডলীদের পরিচিতি পর্ব।বেলা ১১টা ২০ মিনিটে স্মৃতিচারণ করে আলোচনা করেন সিরাজগঞ্জস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবিয়ান সিরাজগঞ্জ ) এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ফোরাম সদস্য সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির, সদস্য জেলা ও দায়রা জজ নারী শিশু সিরাজগঞ্জ আব্দুল্লাহ আল মামুন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ
টি. এম সোহেল, প্রফেসর উপাধ্যক্ষ মোঃ সুলতান মাহমুদ, সদস্য সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ ড.এস.আই.এম এ রাজ্জাক, সদস্য ও সিরাজগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট শাহ আলম ডেভিড, সদস্য ও অ্যাডভোকেট কল্যাণ কুমার সাহা, সদস্য ও সিরাজগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগিতা অধ্যাপক মোঃ সোহেল আশরাফ তালুকদার, সদস্য ও ঢাকা ব্যাংক লিমিটেড বেলকুচি সিরাজগঞ্জের মোঃ মুনির হোসেন, সদস্য এক্সিম ব্যাংক লিমিটেডের ম্যানেজার এম.এম কামরুল হাসান, সদস্য ও সোনালী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জের এজিএম মোঃ সাজেদুল কবীর, সদস্য ও ব্যবস্হাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হেলাল তালুকদার, যমুনা ডিগ্রি কলেজ সয়দাবাদ সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, ছাতিয়ানতলী মোড় গ্রাম টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম প্রমুখ।

সিরাজগঞ্জস্থ বিশ্ববিদ্যালয় (রাবিয়ান সিরাজগঞ্জ ) এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ফোরাম অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, রাবিয়ান এর
সদস্য ও সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাণি বিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন জাহান, যমুনা টিভি’র সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।

বিকেলের তৃতীয় পর্বে মনোমুগ্ধকর অনুষ্ঠান আবৃত্তি র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে। পরে নতুন কমিটির গঠন ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। ৃ