আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে ও জি আইজেড এর সহযোগিতায় – ফাইনাল প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল – ” অসচেতনতাই পরিবেশ দূষণের একমাত্র কারন “।
বুধবার ( ১৬ নভেম্বর) সকাল ১১ টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠানে চূড়ান্ত পর্ব পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সৃষ্টি সেন্টাল স্কুল এন্ড কলেজ (পক্ষে) বনাম পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ (বিপক্ষে)।
এ চূড়ান্ত প্রতিযোগিতায় সৃষ্টি সেন্টাল স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব পদোন্নতি প্রাপ্ত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী ।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কে,এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য প্রমুখ।
উক্ত ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
উক্ত পৌরস্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বিজ্ঞ বিচারক মন্ডলী ছিলেন, মেহেদী হাসান, রবিউল হাসান মন্ডল, নাসরিন জাহান, জাহাঙ্গীর হেলাল তালুকদার, আব্দুস ছালাম মিয়া ।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটেরের দায়িত্ব পালন করেন, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস,এম শাহ আলম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,পৌরসভার নগর পরিকল্পনা বিদ আনিসুর রহমান,
এসময়ে সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ এ, কে ফরহাদ হোসাইন ।
পৌরসভার প্যানেল মেয়র (১) নূরুল হক, রিয়াদ রহমান (২), প্যানেল মেয়র (৩) শিখা খাতুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস,এম মনিরুজ্জামান মনি, সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর মামুনুর রশিদ, বেল্লাল হোসেন, তাজ উদ্দিন , জুলফিকার হাসান, আরজু সেখ, সাইফুল ইসলাম, হাসানুল হক ফাহিম, শিপু আহমেদ, জয়নাল আবেদীন তারা, সংরক্ষিত নারী আসনের পৌর কাউন্সিলর, স্বপ্না হাবিব, রুমানা রেশমা, তাহমিনা খাতুন মিনা, সাবেক পৌরকাউন্সিলর হাজী আব্দুস সাত্তার, শাহাদৎ হোসেন, ময়দান আলী, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, স্যানিটারী ইন্সপেক্টর কাওসার আক্তার দেওয়ান, লাইসেন্স ইন্সপেক্টর আব্দুল হান্নান খান সহ অংশগ্রহণকারী সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ পৌরসভার শুধু অবকাঠামো গত উন্নয়ন করে না মানুষের মানবিক উন্নয়ন, দেশ জাতির কল্যানের জন্য, সু-শিক্ষার পাশাপাশি সাহিত্য -সংস্কৃতি, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে নতুন প্রজন্মদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন, পৌরসভার সুযোগ্য পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাকে এ জন্য ধন্যবাদ জানাই ।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। এতে পৌরএলাকার ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।
১৫ দিনব্যাপি এ বিতর্ক প্রতিযোগিতায় পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
আপনার মতামত লিখুন :