সিরাজগঞ্জে মহাত্মা লালন সাঁঈ’র ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত।


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২২, ৯:১১ অপরাহ্ন / ৪৫২
সিরাজগঞ্জে মহাত্মা লালন সাঁঈ’র ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত।

 

আজিজুর রহমান সিরাজগঞ্জ ঃ

গুরু রুপের পুলক দিচ্ছে ঝলক যার অন্তরে, কিসের আবার
ভজনে সাধন লোক জানাতে করে” এ শ্রোগান নিয়ে সিরাজগঞ্জে মহাত্মা লালন সাঁঈ’র ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত। সিরাজগঞ্জ লালন সংসদের আয়োজনে

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম অনুষ্ঠানে, সিরাজগঞ্জ লালন সংসদের সভাপতি মোঃ তারিকুল ইসলাম তাঁরা’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লিমিটেডের (অব.) প্রিন্সিপাল মোহাম্মদ শাহীন।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু, কামারখন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বকর ভূইয়া,
সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক দিলীপ গৌর প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ লালন সংসদের কার্যনির্বাহী সদস্য মঞ্জুর শাহিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, নাট্য ফেডারেশন সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ।

আলোচক হিসেবে বক্তব্যে রাখেন, বিশিষ্ট লালন অনুরাগী এইচ আর ইউসুফ, সিরাজগঞ্জ লালন সংসদ এর সহ-সভাপতি ও প্রধান সেবক, মুক্তিধাম আখড়াবাড়ী আনান বাউল।

অনুষ্ঠানের সংবর্ধিতজন কামারখন্দ উপজেলার বিশিষ্ট বাউল শিল্পী কানাই দাস বাউল।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সিরাজগঞ্জ লালন সংসদের সাধারণ সম্পাদক আহমেদ শাকিল ও সদস্য তাসনিয়া তন্দ্রা।

আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর লালন সংগীত পরিবেশন করেন, সিরাজগঞ্জ লালন সংসদ শিল্পী তারিকুল ইসলাম তারা, আহমেদ শাকিল, জুবায়ের জিকো, আনান বাউল, পরশ, লালন আশা প্রমুখ।