আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা পৌর মুক্ত মঞ্চের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কাজ সম্পন্ন হওয়ায় এর শুভ উদ্বোধন করা হয়েছে। এতে আলোচনা সভার পর মনোমুগ্ধকর সংগীত অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে। সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে এবং জেলা পরিষদের সহযোগিতায় কাজের সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল ৪ টায় বেলুনফেস্টুন উড়িয়ে উক্ত পৌরমঞ্চের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্বাচিত জেলা পরিষদের দু’বারের জননন্দিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে, এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, হাজী ইসহাক আলী তালুকদার যুগ্ম-সাধারণ সম্পাদক কবি আব্দুল বারী শেখ, সিরাজগঞ্জ সাংস্কৃতিক জোটের এবং প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দীন পবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদক, সহকারী অধ্যাপক হাসনা হেনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম নাসিম রেজা নূর দিপু, পৌরসভার প্যানেল মেয়র(১) নূরুল হক, (২) রিয়াদ রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতার সহধর্মিণী হাসিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন।
এসময়ে অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর মামুনুর রশিদ, বেল্লাল হোসেন, তাজ উদ্দিন , জুলফিকার হাসান, আরজু সেখ, সাইফুল ইসলাম, হাসানুল হক ফাহিম, শিপু আহমেদ, জয়নাল আবেদীন তারা, সংরক্ষিত নারী আসনের পৌর কাউন্সিলর, স্বপ্না হাবিব, রুমানা রেশমা, তাহমিনা খাতুন মিনা, সাবেক পৌরকাউন্সিলর হাজী আব্দুস সাত্তার, শাহাদৎ হোসেন, ময়দান আলী, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস,এম শাহ আলম সহ সিরাজগঞ্জ পৌর অন্যান্য কর্মকর্তা কর্মচারী গণ, সুধীজন, গুণীজন, সাংস্কৃতিকবিদ, সিরাজগঞ্জের বিভিন্ন পেশাজীবি মানুষের অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :