সিরাজগঞ্জে শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত।


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২২, ৪:১৬ অপরাহ্ন / ৪০৬
সিরাজগঞ্জে শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত।

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

Exif_JPEG_420

শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে ও শিক্ষক দিবস -২০২২ উদযাপিত হয়েছে।
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বৃহস্পতিবার ২৭ অক্টোবর-২০২২ শিক্ষা দিবস উদযাপনে সিরাজগঞ্জ জেলা ও উপজেলায় উদযাপিত হয়।

সকল শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম চলমান রেখে সিরাজগঞ্জ জেলা শিক্ষক দিবস কমিটি’র আয়োজনে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদ্রাসা সহ সকল সরকারি -বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রধান সহ শিক্ষক প্রতিনিধিগণ এ দিবসের কার্যক্রমে অংশ গ্রহণ করেন।

সিরাজগঞ্জে শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি. এম সোহেল ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ নেতৃত্বে সিরাজগঞ্জ সরকারি কলেজ চত্বরে সকাল ১০ টায় সিরাজগঞ্জ সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গণ ও প্রতিনিধি গন সমাবেশ অংশ গ্রহণ করে।

এ সময়ে সিরাজগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে’র অধ্যক্ষ প্রফেসর মোঃ খাদেমুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শরীফ -উস-সাঈদ, সিরাজগঞ্জ বিসিএস শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাখায়াৎ হোসেন, রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজে অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম সরকার, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম, যমুনা ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সিরাজগঞ্জ আলীয়া মাদ্রাসার সহকারি অধ্যাপক হাসনাহেনা, সিরাজগঞ্জ এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফছার আলী, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম, ভিক্টোরিয়া হাইস্কুলে প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, গৌরি আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোছাঃ আফরোজা খাতুন সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিক্ষক দিবস উদযাপনের প্রারম্ভে উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর টি. এম সোহেল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে ও শিক্ষক দিবস প্রথমবারের মত উদযাপিত হচ্ছে। এ আলোকে শিক্ষকদের অবদানকে স্মরণ করায় শিক্ষক সমাজ গর্বিত।শিক্ষার মানকে সমুন্নত রাখতে ভবিষ্যত প্রজন্ম শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে শিক্ষকগণ আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষক দিবস শিক্ষকদের মান-মর্যাদা বৃদ্ধিতে শিক্ষকদের অবদানের মূল্যায়নে অনুপ্রাণিত হয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ মর্যাদাশীল জীবন যাপনের ভূমিকায় সুশীল জাতিগঠনে অপরিসীম জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ বক্তব্যে বলেন, সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদানকে সমুন্নত রাখতেই শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় সারাদেশে শিক্ষক দিবস আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত করছে । আগামীতে এই দিবসটিকে বর্ণাঢ্য ভাবে উদযাপন করতে নানা কর্মসূচি গ্রহণ করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
সমাবেশ শেষে শিক্ষা দিবসের এক বর্ণাঢ্য র‍্যালি সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভিক্টোরিয়া হাইস্কুলে এসে অনুষ্ঠানের সমাপ্তি হয়।