সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২২, ১২:৪১ পূর্বাহ্ন / ৩৬৫
সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
“পরিবহন শ্রমিকেরা ঘাতক নয়,জনতার সেবক” পরিবহন শ্রমিকদের উপর অর্পিত কালো আইন বাতিল করে শ্রমিকদের স্বার্থ সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে’ এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২১৭ এর ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২১ নভেম্বর ) সকাল থেকে দিনব্যাপী আয়োজিত ত্রি-বার্ষিক সাধারণ সভা এম.এ মতিন পৌরবাস টার্মিনাল সিরাজগঞ্জ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ সুলতান তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দুলাল শেখ( দুলু) এর সঞ্চালনায় আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-(২) সদর- কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

এসময়ে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান মন্ডল, জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি’র সভাপতি মোঃ মেজবাউল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, শ্রম কর্মকর্তার প্রতিনিধি মিজানুর রহমান, জাতীয় শ্রমিকলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি মোঃ সোহরাব আলী, সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের চাঁন, সহ-সভাপতি জয়নাল আবেদীন খান সহ অন্যান্য নেতৃবৃন্দরা ও সদসবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের আয়-ব্যয়ের হিসেব দাখিল করা হয়।

পরে সাধারণ সভায় উপস্থিত শ্রমিকদের সর্বসম্মতিক্রমে আগামী ৪৫ দিনের মধ্যে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শ্রী শ্যামল কুমারকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষনা করা হয়।