সিরাজগঞ্জ সদরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথম স্থান অর্জন করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়।


প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২২, ৩:৫১ অপরাহ্ন / ৪৭০
সিরাজগঞ্জ সদরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথম স্থান অর্জন করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়।

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ শ্লোগান ধারণ করে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনীমেলা- ২০২২ এর সিরাজগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় উপজেলা পর্যায়ে প্যাভিলিয়ন-(২) “ডিজিটাল দেখা” বিভিন্ন স্টলের মধ্যে হতে শ্রেষ্ঠ স্টল হওয়ায় প্রথম স্থান অর্জনে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

বুধবার ৯ নভেম্বর-২০২২ দিনব্যাপী শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুলে মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন।
এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি।

সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন , সহকারী ভূমি কমিশনার এস,এম রকিবুল হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নবাগত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সিরাজগঞ্জ সদর উপজেলা কার্যালয়ের সহকারি প্রোগামার খন্দকার সাখাওয়াত হায়দার, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ও সার্বিক দায়িত্ব ছিলেন, সদর উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।

স্বাগত বক্তব্য রাখেন, ভিক্টোরিয়া হাইস্কুলের সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম।

এ সময়ে সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফরোজা জাহান, সিরাজগঞ্জ পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম , শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা সহ অন্যান্যরা সদর উপজেলার সরকারি বিভিন্ন দফরের কর্মকর্তা কর্মচারীরা ইউনিয়ন পরিষদের ইউডিসিরা, সদর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


There is no ads to display, Please add some