সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের আজ দু’টি খেলা অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২২, ১০:১৯ অপরাহ্ন / ৪০৬
সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের আজ  দু’টি খেলা অনুষ্ঠিত

 

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ

বৃহস্পতিবার সিরাজগঞ্জ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের দু’টি খেলা অনুষ্ঠিত হয়।

প্রথম খেলায় ব্যবস্থাপনা বিভাগ ১-০ গোলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

দ্বিতীয় খেলায় প্রাণিবিজ্ঞান বিভাগ ১-০ গোলে উদ্ভিদ বিজ্ঞান বিভাগকে পরাজিত করে রানার্স আপ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে।
উক্ত দুটি’ খেলায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম সোহেল , উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান আহমদ, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক প্রফেসর টি এম আব্দুল কাদেরসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।
খেলা পরিচালনা করেন, মোঃ রেজাউল করিম খোকন, আবু হানিফ ও তরিকুল ইসলাম মেজর।
খেলায় ধারাবিবরণী করেন, ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

এসময়ে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।