সুন্দরগঞ্জে এক গৃহবধুর ঝূলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২২, ৯:৪৭ অপরাহ্ন / ৪২৯
সুন্দরগঞ্জে এক গৃহবধুর ঝূলন্ত মরদেহ উদ্ধার  করেছে পুলিশ

 

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সুমিত্রা রাণী মহন্ত (৩৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার বামনজল গ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমিত্রা রানী ওই গ্রামের সুবল চন্দ্র মহন্তের স্ত্রী।

স্বজনরা জানায়, তিন সন্তানের জননী সুমিত্রা রানী দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। সংসারে খরচ যোগাতে বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনাও করেন তিনি। স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসাগ্রহণ করেও সুস্থ না হওয়া এবং ধারদেনার বোঝা বইতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এর একপর্যায়ে সোমবার সকালে রান্নাঘরের ধর্নার সাথে গলায় রশি পেঁচানো অবস্থা ঝুলতে দেখতে পায় স্বজনরা। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেন, তিনি বলেন, ওই গৃহবধূর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এনিয়ে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


There is no ads to display, Please add some