সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের আয়োজনে মানিকছড়িতে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৯:০৮ পূর্বাহ্ন / ৪৯০
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের আয়োজনে মানিকছড়িতে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গোরখানা স্পোটিং ক্লাবের পরিচালনা ও সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, মানিকছড়ি উপজেলা শাখার আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
২১ অক্টোবর-২০২২ খ্রি. শুক্রবার বিকেল ৩টায় উপজেলার প্রত্যন্ত জনপদ গোরখানাস্থ শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসা মাঠে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্পোটিং ক্লাবের সভাপতি ও টুর্নামেন্টের আহ্বায়ক মো. রবিউল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি, মো. সামায়উন ফরাজী সামু।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, খাগড়াছড়ি জেলা শাখার, সাধারণ সম্পাদক, মো. রমজান আলী, সুপার মাও. মো. লোকমান হোসেন, মানিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, খাগড়াছড়ি জেলা শাখার, সিনিয়র সহ-সভাপতি, আবদুল মান্নান, আ.লীগ নেতা মো. সফিকুল ইসলাম, সাংবাদিক চিংওয়ামং মারমা মিন্টু প্রমূখ।
৯টি দলের অংশ গ্রহণে টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় তিনট্যহরী যুব সংঘ ও বড়বিল যুব সংঘ একাদশের মধ্যকার খেলা উদ্বোধন করেন অতিথিরা।


There is no ads to display, Please add some