শহিদুল ইসলাম, ফেনী
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে এক টমটম চালকের একটি লাল রংয়ের গাভী ও গাভীর বাচুরসহ দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে।
চুরি হওয়া গরুর আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ মোরশেদ।
শনিবার (১২ নভেম্বর) রাতে আড়কাইম গ্রামের আশ্রাফ আলী চৌধুরী বাড়ির মোরশেদ আলমের নতুন বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ মোরশেদ জানান, গরুর দুধ বিক্রি করে ও টমটম চালিয়ে তিনি পরিবার চালান। রবিবার দিবাগত রাতে থাকার পাশে গোয়াল ঘরে প্রতিদিনের ন্যায় গরু বেঁধে ঘুমিয়ে পড়ে। রাত দেড়টার সময় ও ঘর থেকে বের হয়ে গোয়াল ঘরে গরু দেখতে পান কিন্তু ফজর নামাজ পড়তে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই।
বগাদানা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং থানা প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ হোসেন জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। গরু চুরি ঠেকাতে তিনি গরু মালিকদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :