কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী রাজা শেখর মান্হার বেঞ্চ এ নিজের স্বামী কে ধরতে ইন্টারপোলের সাহায্য নির্দেশ চাইলেন। এবং হাইকোর্টের বিচারপতি শ্রী রাজা শেখর মান্হার বেঞ্চ রায় দেয় যে যে কোন প্রকারে গড়িয়া বাসিন্দা সুজাতা দাসের স্বামী অলোক কুমার দাস কে ধরতে ইন্টারপোলের সাহায্য র নির্দেশ দেন। যা কলকাতা হাইকোর্টের বিরলতম ঘটনা বটে। এই দম্পতি ২০১০,সালে, বিয়ে হয়। এবং তাদের একটি সন্তান হয়। কিন্তু তার মধ্যে সুজাতার স্বামী একটি অন্য মেয়ের পাল্লায় পড়ে দ্বিতীয় বিয়ে করেন এবং সুজাতা কে ছেড়ে থাকতে থাকেন। দীর্ঘদিন ধরে দেখার পর সুজাতা দাস কলকাতা র জেলা আলিপুর আদালতে মামলা দায়ের করেন। এবং ২০১৮,সালে, জেলার বিচারপতি সুজাতা দাস কে এককালীন ৩০,হাজার, টাকা ও প্রতিমাসে ৭,হাজার, টাকা করে দেবার নির্দেশ দেন। কিন্তু সুজাতা দাসের স্বামী তা মানে নি। এবং তার নতুন বৌ কে নিয়ে মধ্যপ্রাচ্যের দেশে পালিয়ে যায়। দীর্ঘদিন অপেক্ষা করার পর সুজাতা দাস কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী রাজা শেখর মান্হার বেঞ্চ এ অলোক কুমার দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার আসামি বিরুদ্ধে দাঁড়ায় কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী মুখোপাধ্যায় ও দেবর্ষি চৌধুরী এবং বিবেক দে। সুজাতার আইনজীবীদের বক্তব্য শুনে বিচারপতি শ্রী রাজা শেখর মান্হার বেঞ্চ রায় দেন যে যে কোন ভাবে ইন্টারপোলের সাহায্য নিয়ে অলোক কুমার দাস কে ধরে আনতে হবে। এই রায় দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্র পুর থানার আই সি কে নির্দেশ দিয়েছেন। তার জন্য ভারত সরকারের সরাস্ট্র দপ্তর ও বিদেশ দপ্তরের সাহায্য নিতে হবে। এবং ইন্টারপোলের সাহায্য নিয়ে অলোক কুমার দাস কে ধরে ভারতের মাটিতে এনে কলকাতা হাইকোর্টের কাছে হাজির করতে হবে।।
আপনার মতামত লিখুন :