স্মৃতির পাতা বড় ধোঁয়াসা


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২২, ১২:১৮ অপরাহ্ন / ৪৮৭
স্মৃতির পাতা বড়  ধোঁয়াসা

 

কবির নাম ঃ ইলোরা_সোমা

প্রথম প্রকাশ ঃ ০৫ অক্টোবর ২০২২

বাইরেটা দেখে ভীষন ভয় লাগছে
কারন গাঢ় অন্ধকার, কি বিভীষিকাময় রাত্রি
প্রহর শেষের ঘণ্টা শুনে আঁতকে উঠি
বার বাট সে তো এখনও ফিরলো না
একদিন যার নতুন জন্ম হওয়ার কথা ছিলো।

কেন জানি সে আজ কোন ধ্বংসের পথে হাঁটছে ?
কেন যেন সে এক অভিনব যুগের সৃষ্টি করতে চেয়েছিলো,
সেদিন যে প্রখর রোদ্দুর হতে চেয়েছিলো
আজ তার বুকে জ্বলছে সহস্র প্রতিশোধের আগুন।

এক দিন সে হতে চায় সহস্র সৈনিক
আর সেদিন আকাশ ছুঁতে চেয়েছিলো
আজ সে দগ্ধ জলরাশির মেঠো পানকৌড়ি
দু’চোখে রুগ্ন আর স্বপ্ন নিয়ে ডোবে আর ওঠে।

সকল চাওয়াই না পাওয়ায় রয়ে যায়
আবার কত পাওয়া অকালেই হারিয়ে যায়,
অনিচ্ছের বেড়াজালে ঢ়ে একরাশ সস্তি পেয়ে
বিচলিত মন হয়তো আজ সাময়িক শান্ত
তবে, অভিশপ্ত স্বপ্নেরা কেমন যেন গুমরে মরছে।

আর কতকাল কেটে গেছে, তারিখ মনে নেই
চিল কাকের মুখেও আর কোনো খবর আসে না,
আজ মনে হয় সবই ধূসর লাগে
আশারাও হতাশায় আশাহত আজ।

তাই তো সকল আশাকে পিছনে ফেলে
কত জন্ম – মৃত্যু পার করে এসেছি এই ক’দিনে,
দুঃখের দোসর খুঁজি না,যন্ত্রণার কোনো নাম নেই
সইতে সইতে পাথর হয়েছি ,বইতে বইতে ক্লান্ত।

মন সব কিছু রয়ে গেছে স্মৃতিতে
স্মৃতির পাসওয়ার্ড ভুলে গেছি সেই কবেই
কেউ কি বলতে পারো, কিভাবে ফেরা যায় অতীতে?
কিভাবে বা ফিরে পাব আমার সকল চিনার
মাঝে অচেনা এই আমাকে!!


There is no ads to display, Please add some