হিলিতে কমিউনিটি পুলিশিং ডে- পালিত


প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২২, ২:৪৭ অপরাহ্ন / ৫০৩
হিলিতে কমিউনিটি পুলিশিং ডে- পালিত

হিলি প্রতিনিধিঃ-
‘‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে।

আজ শনিবার(২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর থানা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো থানা চত্বরে গিয়ে শেষ হয়।পরে সেখানে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, প্রেসক্লাবে সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,পানামাপোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক সহ অনেকে।

আলোচনা সভায় দেশের আইনশৃঙ্খলা রক্ষা,সীমান্তে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশিং কমিউনিটির গুরুত্ব অনেক বলেন বক্তারা।