হিলি চেকপোস্টে ভারতে যাবার সময় ২৪ টি স্বর্ণের বারসহ ৫ পাসপোর্ট যাত্রী আটক


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২২, ৯:৩০ অপরাহ্ন / ৪১২
হিলি চেকপোস্টে ভারতে যাবার সময় ২৪ টি স্বর্ণের বারসহ ৫ পাসপোর্ট যাত্রী আটক

 

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ২৪ টি স্বর্ণের বারসহ ৫ জন পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।
আজ বুধবার ( ১৯ অক্টোবর) বিকেল ৫ টার দিকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা সুপারিনটেনডেন্ট সোহেল রায়হান।
আটককৃতরা হলো- মানিকগঞ্জের মনোরঞ্জন, ফরহাদ, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন ও ঢাকার মতিয়ার রহমান।
গোয়েন্দা সুপারিনটেনডেন্ট সোহেল রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাসী করে ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক আরোও ৩ জনের দেহ তল্লাসী করে ১৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৪ শ গ্রাম। যার আনুমানিক মুল্য ১ কোটি ৬৮ লাখ টাকা বলে তিনি জানান। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।