খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়ন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. আক্তারুজ্জামান চৌধুরী অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয় ৫নং উল্টাছড়ি ইউনিয়নবাসী। ২২ সেপ্টেম্বর-২০২৫ খ্রি. সোমবার বেলা ১১ টায় উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়ন কমিউনিটি সেন্টারে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব শেকবর আলীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোবারক হোসেন, পানছড়ি প্রেসক্লাব সভাপতি মো. মনিরুল ইসলাম মাহিম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হোসেন, জয়নাল মেম্বার, মো. মোজাম্মল মাষ্টার প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। জানা যায়, ডা. মো. আক্তারুজ্জামান চৌধুরী এই চিকিৎসা সেন্টারে তার চাকুরী জীবনে যোগদান করেন এবং ৩৬ বছর চাকুরী জীবন শেষ করে এখান থেকে বিদায় নিলেন।
আপনার মতামত লিখুন :