আমায় সত্য পথ দেখাও


প্রকাশের সময় : মে ৬, ২০২৪, ৬:৪১ অপরাহ্ন / ১৩
আমায় সত্য পথ দেখাও

সিরাজুল ইসলাম মোল্লা 

হে আল্লাহ, আমায় সত্য পথ দেখাও,
সত্যে বাহিত করো মম অন্তর ও জীবন।
যেন সত্য বলি, সৎ পথে চলি, সৎকর্ম করি,
সৃষ্টিকে ভালোবাসি, মানবতার কথা বলি,
গন্তব্যে ফিরি তোমার নির্দেশিত পথে।
হে পরম ক্ষমাশীল দয়াশীল আল্লাহ,
ক্ষমা করো দয়া করো আমায়,
সত্যে মানবতার হাত শক্ত করো।

স্বার্থ ঘেরা মিথ্যা-ভ্রান্তি ভরা ধরায়,
কোন উসিলা নয়, বিশ্বাসের ঘাটতি নয়,
বিশেষ মত ও পথের অনুগামী নয়,
নয় বেশ পোশাকের ধর্ম-কর্ম,
নয় সত্য মিথ্যা আশ্রিত ধর্ম-কর্ম,
নয় অকল্যাণকর অর্থ-বিত্ত প্রভাবিত,
করো সত্য সত্যে বিশুদ্ধ অন্তরাত্মা,
দাও তোমাতে আমাতে মিলনের দর্শন।

কখনো যেন শিরক না করি,
তোমাতে রাখি বিশ্বাস এ জীবন মরণ।
কোথাও কারো হক নষ্ট না করি,
গড়ি সত্য মানবতায় জীবন।
তুমি সত্য, মৃত্যু সত্য, সত্য এই প্রার্থনা-
সত্যে করো চিত্ত শান্তিময় মৃত্যুর পূর্বাপর।
তুমি একত্ববাদ সর্বেসর্বা ইহ-পরকাল,
তোমাতে বিশ্বাস, তোমাতে ইচ্ছের সমর্পণ।

হে আল্লাহ, জ্ঞাত অজ্ঞাত পাপ ক্ষমা করো,
করো অন্তরে মম সত্যালো প্রজ্জলিত,
করো অদ্য কলব খান্নাস মুক্ত।
করো ভ্রান্তির দায় মুক্ত অভিযোগ হতে,
করো তোমার স্বরূপ অন্তরে স্থাপন।
দিবারাত চলতে বসতে অসত্যময় ভুবনে
দাও সহিষ্ণু শক্তি অসহ্য সহিতে,
অন্তরে মম তব জিকির জারি করো।