ইরানের হাতে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির গোপন নথি: ‘মাকড়সার জাল’ ডকুমেন্টারিতে বিস্ফোরক তথ্য প্রকাশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন / ২৪
ইরানের হাতে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির গোপন নথি: ‘মাকড়সার জাল’ ডকুমেন্টারিতে বিস্ফোরক তথ্য প্রকাশ
ডেস্ক রিপোর্ট :

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ইহুদিবাদী ইসরায়েলের পারমাণবিক ও সামরিক কর্মসূচি সংক্রান্ত বিপুল গোপন নথির নতুন তথ্য প্রকাশ করেছে। দেশটির জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত ‘মাকড়সার জাল’ নামে এক বিশেষ ডকুমেন্টারিতে এসব তথ্য তুলে ধরা হয়।

গোয়েন্দা মন্ত্রী সাইয়্যেদ ইসমাইল খাতিব জানান, ইরানি গোয়েন্দারা একাধিক স্তরের জটিল অভিযানের মাধ্যমে ইসরায়েলের গোপন ভল্টে প্রবেশ করে লাখ লাখ পৃষ্ঠার তথ্য সংগ্রহ করেছে। এই নথিতে অন্তর্ভুক্ত রয়েছে ১৮৯ জন পারমাণবিক ও সামরিক বিশেষজ্ঞের পূর্ণ নাম, ব্যক্তিগত তথ্য, ঠিকানা ও ইসরায়েলের অস্ত্র প্রকল্পের সঙ্গে তাদের পেশাগত সম্পর্কের বিস্তারিত। এর মধ্যে মার্কিন ও ইউরোপীয় বিজ্ঞানীর নামও রয়েছে।

মন্ত্রী বলেন, “এই অভিযান আমাদের গোয়েন্দা ইতিহাসে এক নতুন অধ্যায়। আমরা শত্রুর বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে পারমাণবিক, সামরিক, গোয়েন্দা ও বৈজ্ঞানিক খাতের সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছি।”

ডকুমেন্টারিতে দাবি করা হয়, জুন মাসে ১২ দিনের যুদ্ধ চলাকালীন এই নথি থেকে সংগৃহীত স্থানাঙ্ক ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েলের কিছু গোপন স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত করে।

ইসমাইল খাতিব জানান, প্রকাশিত অংশটি প্রাপ্ত বিপুল তথ্যের মাত্র একটি ক্ষুদ্র অংশ। তবে এই সীমিত প্রকাশও ইসরায়েলের তথাকথিত ‘পারমাণবিক অস্পষ্টতা’ ভেঙে দিয়েছে। তিনি আরও জানান, ইসরায়েলের পারমাণবিক প্রতিষ্ঠান ও সামরিক সংস্থার ভেতরের অনেক কর্মী আর্থিক প্রণোদনা ও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভ থেকে ইরানের সঙ্গে সহযোগিতা করেছে।

ডকুমেন্টারিতে ইসরায়েলের একটি গোপন পারমাণবিক গবেষণাগারের অভ্যন্তরীণ ছবি এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি’র ব্যক্তিগত ছবিও দেখানো হয়।

মন্ত্রী নেতানিয়াহুকে উদ্দেশ করে সতর্ক বার্তা দিয়ে বলেন, “ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করলে এর চেয়েও ধ্বংসাত্মক পাল্টা আঘাতের মুখে পড়তে হবে।” তিনি ইরানি জনগণকে আশ্বস্ত করেন যে, গোয়েন্দা বাহিনী নীরবে দেশের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে জুন মাসেই ইরানের জাতীয় টেলিভিশন ইসরায়েল থেকে “অসংখ্য কৌশলগত ও সংবেদনশীল তথ্য” সংগ্রহের খবর জানিয়েছিল। তবে এবারই প্রথম এত বিস্তারিত তথ্য প্রকাশ্যে এলো।

বিশ্লেষকদের মতে, এই প্রকাশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের ভূমিকম্প ঘটাতে পারে এবং ইরান-ইসরায়েল বিরোধ নতুন মাত্রায় পৌঁছাবে।


There is no ads to display, Please add some