জাপানের ঐতিহাসিক জয়: দুই গোলে এগিয়ে থেকেও হার ব্রাজিলের


প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন / ১৯
জাপানের ঐতিহাসিক  জয়: দুই গোলে এগিয়ে থেকেও হার ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক

ফুটবলে যেন ঘটল এক রূপকথা। প্রথমে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারতে হলো ব্রাজিলকে। টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে স্বাগতিক জাপান ৩-২ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

পাওলো হেনরিক ও গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে গিয়েছিল সেলেসাওরা। কিন্তু দ্বিতীয়ার্ধে তাকিনো মিনামিনো, কেইটো নাকামুরা ও আয়াসে উয়েদার তিন গোল জাপানের ইতিহাস গড়ে দেয়।

এই জয়ের মধ্য দিয়ে ব্রাজিলের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেল জাপান। দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চতুর্দশ মুখোমুখিতে এসে হাসলো সমুরাই ব্লুদের ভাগ্য। এর আগে ১৩ ম্যাচে তাদের সেরা সাফল্য ছিল দুটি ড্র।

কার্লো আনচেলত্তির অধীনে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিল ম্যাচের শুরু থেকেই ছিল ছন্দে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে হারানো দলটি প্রথমার্ধে জাপানকে ছন্নছাড়া করে দেয়।
২৬ মিনিটে ব্রুনো গুইমারেসের নিখুঁত পাসে পাওলো হেনরিকের গোল ছিল ব্রাজিলিয়ান ফুটবলের সৌন্দর্যের দৃষ্টান্ত। কয়েক মিনিট পরই লুকাস পাকেতার চিপে গাব্রিয়েল মার্তিনেল্লি হাফ-ভলিতে জালে পাঠান বল। বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল সেলেসাওরা।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র।
৫২ মিনিটে ফাব্রিসিও ব্রুনোর ভুলে সুযোগ পেয়ে তাকিনো মিনামিনোর জোরালো শটে ব্যবধান কমায় জাপান। এরপর নাকামুরার শট ব্রুনোর পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে সমতায় ফেরে ম্যাচ।

৬৭ মিনিটে উয়েদা বুলেট গতির এক হেডে গোল করে জাপানকে অবিশ্বাস্যভাবে এগিয়ে দেন। শেষদিকে ব্রাজিল ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালালেও জাপানের রক্ষণভাগের দৃঢ়তা আর ঠান্ডা মাথার নিয়ন্ত্রণে সেটি ব্যর্থ হয়।

উল্টো জাপানই শেষ দিকে আরও কিছু দারুণ সুযোগ তৈরি করে ব্যবধান বাড়ানোর সম্ভাবনা জাগিয়েছিল।

৩৬ বছরের অপেক্ষার অবসানে ব্রাজিলবধ করে উল্লাসে মাতলো টোকিও। জাপানি ফুটবলের ইতিহাসে এটি নিঃসন্দেহে এক স্বপ্নময় রাত।


There is no ads to display, Please add some