ঐতিহাসিক সিরিজের সূচি ঘোষণা: নভেম্বর-ডিসেম্বরে আয়ারল্যান্ড আসছে বাংলাদেশে, খেলবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ৯:৪২ অপরাহ্ন / ২৩
ঐতিহাসিক সিরিজের সূচি ঘোষণা: নভেম্বর-ডিসেম্বরে আয়ারল্যান্ড আসছে বাংলাদেশে, খেলবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ
ডেস্ক রিপোর্ট :

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঘোষণা হলো আয়ারল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিতব্য এই সিরিজে দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। এটি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ, যা দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক নতুন উদ্দীপনা নিয়ে আসছে।
টেস্ট সিরিজের সূচি ও ভেন্যু
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড দল। এরপর টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে মূল লড়াই।
* ১ম টেস্ট: ১১ নভেম্বর থেকে শুরু, ভেন্যু: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
* ২য় টেস্ট: ১৯ নভেম্বর থেকে শুরু, ভেন্যু: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে মিরপুরে একবারই দীর্ঘতম সংস্করণে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড, যেখানে স্বাগতিক বাংলাদেশ সাত উইকেটে জয় পেয়েছিল। সেই হিসেবে এই পূর্ণাঙ্গ সিরিজ দুই দলের জন্যই নতুন চ্যালেঞ্জ।
টি-টোয়েন্টি সিরিজের সূচি
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে টি-টোয়েন্টি ফরম্যাটে লড়বে দুই দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
* ১ম টি-টোয়েন্টি: ২৭ নভেম্বর।
* ২য় টি-টোয়েন্টি: ২৯ নভেম্বর।
* ৩য় টি-টোয়েন্টি: ২ ডিসেম্বর।
বিসিবির বিজ্ঞপ্তিতে এই সিরিজকে বাংলাদেশের ২০২৫ মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ হিসেবে উল্লেখ করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিরিজ নতুন টেস্ট চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি টি-টোয়েন্টি দলের প্রস্তুতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


There is no ads to display, Please add some