হযরত মুহাম্মদ (সা:)এর আদর্শ শীর্ষক সীরাত মাহফিল ও ক্বেরাত,হামদ/নাত প্রতিযোগিতা ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ জামে মসজিদে শনিবার(২০ সেপ্টেম্বর)
সীরাত মাহফিলে সভাপতিত্ব করেন রংপুর জুম্মাপাড়া বড় মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী নাজমুল হক, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমেদ্বীন,লেখক ও গবেষক,শাইখে বগুড়া মুফতী শফি কাসেমী, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন খতিব কেরামমতিয়া জামে মসজিদ রংপুর হাফেজ মাওলানা বায়েজিদ হোসাইন,
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক, বিশেষ অতিথি আলহাজ্ব তরিকুল ইসলাম (ডিনার) চেয়ারম্যান হোটেল নর্থ ভিউ রংপুর। আরো উপস্থিত ছিলেন ইত্তিফাকুল উলামা লি ইসলাহীল উম্মাহ এর সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতী জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-হারুন ও হাফেজ মাওলানা আব্দুল লতিফ সাহেব পেশ ইমাম ও খতিব উপজেলা পরিষদ জামে মসজিদ, কাউনিয়া রংপুর।এবং বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও পরিচালক বৃন্দ।
আপনার মতামত লিখুন :