কাজিপুরে চুরির উদ্দেশ্যে  তালা ভাঙার সময় চোর আটক


প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৪, ৭:১৫ অপরাহ্ন / ৫৪১
কাজিপুরে চুরির উদ্দেশ্যে  তালা ভাঙার সময় চোর আটক

নাবিউর রহমান (চয়ন) কাজিপুর থেকে:-

কাজিপুরে উপজেলা তথ্য সেবা কেন্দ্রে তালা ভেঙে চুরি করার সময়ে চোর কে আটক করেছে উপজেলা তথ্য সেবা অফিসের সহায়তায় আনসার ভিডিপির কর্মীরা।গত (৪-মার্চ) বিকেলে উপজেলা সদরে কাজিপুর উপজেলা আঃলীগ কার্যালয়ের পশ্চিমে উপজেলা তথ্য সেবা অফিসারের কার্যালয়ে চুরির ঘটনায় চোর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আর্দশ গ্রামের সানোয়ার হোসেনের পুত্র জুয়েল রানা(২১) আটক করে ।

তালা ভেঙে চুরির সময় জুয়েল রানা আটক হলেও তার সহযোগী পালিয়ে যায়। উপজেলা তথ্য সেবা অফিসার মৌসুমি বসাক জানান, আমি পাশের রুমে ভাড়া থাকি। চোর তালা ভাঙার সময় তালা ভাঙার শব্দে আমি রুম থেকে বের হয়ে তাকে দেখে ফেলি, সাথে সাথে আমার অফিসের নিচ তলায় আনসার ভিডিপি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চোর কে আটক করি। পরবর্তীতে কাজিপুর থানা পুলিশ টিম কে খবর দিলে তারা এসে চোরকে থানায় নিয়ে যায়। কাজিপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আসামি জুয়েল রানার বিরুদ্ধে চুরির মামলা দিয়ে ০৫ মার্চ ২০২৪ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।