স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে তুচ্ছ ঘটনায় পুত্র সোহেল রানা শামীম (২২)কে প্রতিপক্ষের লোকজন মারধোর করে রক্তাক্ত জখম করায় পিতা শফিকুল ইসলাম হিটু বাদী হয়ে কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক। ঘটনাটি ঘটেছে গত ৩ অক্টোবর সকাল পৌণে এগারটায় উপজেলার মাথাইলচাপড় হাটখোলায়। মারপিটের ঘটনায় বিএনপি নেতা শফিকুল ইসলাম হিটু নিজেও আহত হয়েছেন বলে দাবী করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর ফেসবুকে শফিকুল ইসলাম ও চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির নামে কুরুচিপূর্ণ পোস্ট দেয় একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র সাগর ইসলাম(২১)। বিষয়টি দেখে বাদীর পুত্র সোহেল রানা শামীমও পাল্টা জবাব দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওইদিন সকাল পৌণে এগারটায় মাথাইলচাপড় হাটখোলায় অবস্থিত সোহেল রানা শামীমের বিকাশ নগদের দোকানে প্রবেশ করে বিবাদী সাগর ইসলাম, সাতকয়া গ্রামের বিপ্লব হোসেন, তার স্ত্রী আয়েশা আক্তার শাম্মী ও মাথাইলচাপড় গ্রামের আজিজুর রহমান রাজু হামলা চালায়। এসময় তারা সোহেল রানা শামীমকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে বাদী শফিকুল ইসলাম পুত্রকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও লাঠি দ্বারা আঘাত করে ছেলাফুলা জখম করে। এসময় তার হাতে থাকা মোবাইল ফোনটিও তারা ভেঙ্গে ফেলে।
একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হলে বিবাদীগণ দ্রুত সেখান থেকে সটকে পড়ে। যাবার সময় তারা ক্যাশ বাক্সে থাকা নগদ দুই লক্ষ পনেরো হাজার টাকা নিয়ে যায়।
এসময় আহত সোহেল রানা শামীমকে উদ্ধার করে চিকিৎসার জন্যে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
এই ঘটনার পরদিন গভীর রাতে আরেক বিবাদী বিপ্লব হোসেন বাদী শফিকুল ইসলামের মেয়ের জামাইয়ের ফোনে কল দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করেন। ঘটনার পর থেকে বাদী পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
এ/জে
আপনার মতামত লিখুন :