সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হরিনা পিপুলবাড়ীয়া বাজারে নিয়মবহির্ভূতভাবে গাভীন গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে আল আমিন নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু এ দণ্ড প্রদান করেন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মেরাজ হোসেন মেজবা।
স্থানীয়রা জানান, আল আমিন বাজারে নিয়ে আসেন একটি অসুস্থ ও প্রায় আট মাস বয়সী গাভীন গরু। সেটি জবাই করে মাংস বিক্রির সময় খবর পায় উপজেলা প্রশাসন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় এবং তাকে আটক করে। পরে আইন অনুযায়ী কারাদণ্ড ও জরিমানা করা হয়।
অভিযানের সময় প্রায় এক মণ মাংস জব্দ করা হয়। বাজার বণিক সমিতির সহায়তায় এসব মাংস জনস্বার্থে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, গাভীন গরু জবাই আইনত দণ্ডনীয় অপরাধ। এতে শুধু পশুর জীবনই নয়, মানুষের স্বাস্থ্যের ওপরও গুরুতর ঝুঁকি তৈরি হয়। অসুস্থ বা গাভীন পশুর মাংসে জীবাণু সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে, যা ভোক্তাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, “গাভীন গরু বা অসুস্থ পশু জবাই করা সম্পূর্ণ অবৈধ। কেউ এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু জানান, বাজারে পশু জবাই ও মাংস বিক্রির কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হবে। জনগণের নিরাপত্তা ও জনস্বাস্থ্যের সুরক্ষাই প্রশাসনের মূল লক্ষ্য।
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরি হয়। অনেকেই প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :