গোয়ালন্দে ২৫ টি পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:০৫ অপরাহ্ন /
গোয়ালন্দে ২৫ টি পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-

শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ২৫ টি পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা ও পৌর বিএনপি সভা শেষে বিএনপি নেতা এ্যাডঃ আসলাম মিয়ার ব্যাক্তিগত তহবিল থেকে উপজেলার প্রতিটি মন্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভা রাত ৮ টা পর্যন্ত চলে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মো. আসলাম মিয়া। উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌর বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা, সহ সভাপতি মো. জিয়াউল হুদা উজ্জ্বল, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব মো. কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপজেলার ২৫টি পূজা উদযাপন কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বাধন কুমার সাহা ও সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র ঘোষ। তারা নির্বিঘ্নে উৎসব পালনের জন্য বিএনপির সহযোগিতা কামনা করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ্যাড. আসলাম মিয়া বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা জনগণের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। আমরা চাই, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা শান্তিপূর্ণ পরিবেশে আনন্দঘনভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করুন। এ জন্য বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। প্রয়োজনে স্বেচ্ছাসেবক দল গঠন করে মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি গোয়ালন্দের সবার আনন্দ-উৎসব। সভা শেষে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের জন্য এ্যাড. আসলাম মিয়ার ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। জে/এ


There is no ads to display, Please add some