ছাদে পুইশাক চাষের বারো মাস (জানু্যারী-ডিসেম্বর)


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ১২:৫২ অপরাহ্ন / ৪৫
ছাদে পুইশাক চাষের বারো মাস (জানু্যারী-ডিসেম্বর)

সরকার মো. আবুল কালাম আজাদ-

ছাদে পুইশাক চাষাবাদে জানুয়ারি–ফেব্রুয়ারি মাসে করণীয়

জমি/পাত্র প্রস্তুত করুন।
মাটি, গোবর/কম্পোস্ট, বালু মিশিয়ে নিন।
বীজ ভিজিয়ে রেখে অঙ্কুরোদগম করুন। চাইলে ফেব্রুয়ারির শেষ দিকে বীজ বপন শুরু করতে পারেন।

মার্চ–এপ্রিল মাসে করণীয় পুইশাক চাষের উপযুক্ত সময়।
সরাসরি বীজ বপন বা চারা রোপণ করুন। গাছ বের হলে নিড়ানি দিন ও পানি সরবরাহ করুন। লতা উঠলে মাচা তৈরি শুরু করুন।
মে–জুন মাসে করণীয় লতা দ্রুত বাড়বে, তাই নিয়মিত ছাঁটাই করুন। গরমে বেশি পানি দিন (কিন্তু পানি জমে থাকতে দেবেন না)। গোবরের তরল সার বা জৈব সার দিন।
জুলাই–আগস্ট মাসে করণীয়
বৃষ্টির কারণে পানি জমে যাওয়ার আশঙ্কা থাকে, তাই ড্রেনেজ ব্যবস্থা ঠিক করুন। পাতায় পোকার আক্রমণ হলে নিমপাতার রস স্প্রে করুন। লতা মাচায় উঠিয়ে দিন।

সেপ্টেম্বর–অক্টোবর মাসে করণীয়
গাছ ঘন হয়ে যাবে, নিয়মিত ডগা কেটে ব্যবহার করুন।
তরল সার প্রয়োগ করুন। অক্টোবর মাসেও নতুন করে বীজ বপন করা যায়।

নভেম্বর–ডিসেম্বর মাসে করণীয় পুরোনো লতা কেটে ফেলুন।
নতুন মাটি তৈরি করুন, কম্পোস্ট যোগ করুন। চাইলে নভেম্বরেও বীজ বপন করা যায়, তবে শীতে গাছ ধীরে বাড়ে।
ডিসেম্বর মাসে সাধারণত গাছ বিশ্রাম অবস্থায় থাকে, তাই মাটি ও পাত্র প্রস্তুত করা ভালো।

সার সংক্ষেপে বলা যায়,
প্রধান মৌসুম: মার্চ–অক্টোবর মাস
শীতকালীন প্রস্তুতি: নভেম্বর–ফেব্রুয়ারি মাস।

লেখক-সভাপতি: বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF)
কৃষি লেখক ও কথক: বাংলাদেশ বেতার। উপদেষ্টা-দৈনিক গ্রামীণ কৃষি, সংবাদ প্রতিক্ষণ ও অগ্নিবার্তা।


There is no ads to display, Please add some