জামায়াতে ইসলামির বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন 


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:২২ অপরাহ্ন / ১২
জামায়াতে ইসলামির বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন 
মনজু হোসেন, স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে “আজগুবি ও অসত্য তথ্য” পরিবেশন করার অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি, পঞ্চগড় বাংলাদেশ জামায়াতে ইসলামী মোঃ শাহীদ আল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালউদ্দিন, পিতা-মোঃ আলী হোসেন, গ্রাম-ঠুনঠুনিয়া, তিরনইহাট, উপজেলা-তেঁতুলিয়া, ধর্ষণের অভিযোগে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে ২/১ টি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে নামকরণ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারণামূলক। নাবিলা আক্তার নামের ওই মহিলা মোঃ জামাল উদ্দিনের স্ত্রী, এক বছর ধরে তার ভোরণ পোষণ না দেওয়ার কারণে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ করা হয়েছে যে জামালউদ্দিন ১১ মার্চ ২০২৪ তারিখে সংগঠনের কর্মী হয় এবং বিভিন্ন ত্রুটির কারণে ২২ মার্চ ২০২৫ তারিখে সংগঠন থেকে বহিষ্কার হন। তাই, তার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই।

ঘটনার প্রকৃত তথ্য প্রকাশ না করে গুজবের উপর নির্ভর করা সাংবাদিকতার রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থী। তাই, আমরা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পঞ্চগড় জেলা সংগঠনের পক্ষ থেকে, সাংবাদিক ভাইদের কাছে আবেদন জানাচ্ছি যে তারা তাদের সংবাদপত্রে প্রকাশিত মিথ্যা প্রতিবেদন গুলি সরিয়ে সঠিক প্রতিবেদন প্রকাশ করুন। আমরা আশা করি ভবিষ্যতে সংগঠনের নাম সম্পর্কিত কোনও সংবাদ প্রকাশের আগে আপনারা সত্যতা যাচাই করে তা তুলে ধরবেন বলে প্রত্যাশা করছি।

 


There is no ads to display, Please add some