ঝালকাঠিতে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মজয়ন্তী পালিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৪, ৫:১২ অপরাহ্ন / ১২০
ঝালকাঠিতে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মজয়ন্তী পালিত

এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মজয়ন্তী পালিত হয় জীবনানন্দের জন্মভূমি বামনকাঠী, শুক্তগড়, সংলগ্ন রাজাপুর, ঝালকাঠির ধানসিঁড়ি নদীর তীরে।


আজ ১৭ ফেব্রুয়ারী-২০২৪ সকাল ১০ টা শুরু অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মজয়ন্তী পালিত হয় জীবনানন্দের জন্মভূমি বামনকাঠী, শুক্তগড়, সংলগ্ন রাজাপুর, ঝালকাঠির ধানসিঁড়ি নদীর তীরে।


রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মজয়ন্তী
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠির সহকারী পুলিশ সুপার মাসুদ রানা। রাজাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াছমীন’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর থানার অফিসার ইনচার্জ আতাউল রহমান রাজাপুর শিল্প একাডেমির সহ-সভাপতি আলমগীর শরীফ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা প্রধান আলোচক কবি ও সাহিত্যিক মু. আল-আমীন বাকলাই, সাধারণ সম্পাদক কবিতাচক্র ঝালকাঠি। নাসরিন সুলতানা মুন্নি সদস্য জেলা পরিষদ ঝালকাঠি, কবিতা আবৃতি করেন কবি জিল্লুর রহমান জিল্লু, কবি মহিদুল খান সুমন, গান পরিবেশন করেন, মনির হোসেন মিন্টু, বাউল সোহরাব হোসেন, সালমা, মিঠু। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন কবিতাচক্র ঝালকাঠি, সালমা যুব সংস্থা ও শিল্প গোষ্ঠী রাজাপুর, ভরসা নৃত্য একাডেমি রাজাপুর। বক্তারা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে জীবন ও কর্ম নিয়ে ব্যাপক আলোচনা করেন।