ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশি পেসারদের ইতিহাসে যোগ হলো নতুন এক অধ্যায়। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারেই ইনফর্ম ওপেনার সাহিবজাদা ফারহানকে শিকার করে এই বিশেষ অর্জন স্পর্শ করেন তিনি।
এটি ছিল তাসকিনের ক্যারিয়ারের ৮২তম টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচ সংখ্যার বিচারে তিনি বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে শত উইকেট পূর্ণ করলেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ৮১ ম্যাচে এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৮৪ ম্যাচে।
তবে বলের হিসাবে তাসকিনই এখন সবার সেরা। মাত্র ১৭০১ বল করেই শত উইকেটের দেখা পেয়েছেন তিনি। এ ক্ষেত্রে মোস্তাফিজের লেগেছিল ১৭৩৩ বল এবং সাকিবের দরকার হয়েছিল ১৮৪৯ বল।
বর্তমানে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজুর রহমান, যিনি ইতোমধ্যে সংগ্রহ করেছেন ১৫০ উইকেট। তার ঠিক পেছনে রয়েছেন সাকিব আল হাসান ১৪৯ উইকেট নিয়ে। নতুন এই অর্জনের সুবাদে তাসকিন আহমেদ ১০০ উইকেট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। তালিকার পরবর্তী দুই স্থানে আছেন শেখ মেহেদী (৬২ উইকেট) এবং শরিফুল ইসলাম (৫৮ উইকেট)।
তাসকিনের এই মাইলফলক শুধু ব্যক্তিগত গৌরবই নয়, বরং বাংলাদেশের পেস আক্রমণের ধারাবাহিক অগ্রগতির প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :