দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৩, ৮:৩০ পূর্বাহ্ন / ৮৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃ-

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার(২৬ ডিসেম্বর) শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বগুড়া জেলার প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বিপিএম (সেবা), পিপিএম ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর ও সহকারী রিটার্নিং অফিসার সুমন জিহাদী। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাচন অফিসার, শেরপুর থানার অফিসার-ইন-চার্জ এবং বগুড়া-৫ আসনের শেরপুর উপজেলার সকল কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ অন্যান্য ভোটগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য প্রিজাইডিং অফিসারদের আইন বিধি ও ভোটের কার্যপদ্ধতির প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এসময় সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয় সরাসরি প্রিজাইইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেন ও আইন ও বিধি মোতাবেক সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।