মোঃ সামসুল ইসলাম,
ক্রীড়া ভাষ্যকার, বিশ্লেষক ও লেখক-
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা আর ব্লকবাস্টার লড়াই তা বুঝি সাম্প্রতিক সময়ে আর দেখা যায় না। গতকাল টসে হেরে ব্যাটিং করতে নামা পাকিস্তানের শুরুটা দেখে মনে হচ্ছিল আজ বুঝি ভারতকে চাপে ফেলবে পাকিস্তান। কিন্তু ফাইনালি তা আর হয়নি। পাওয়ার প্লেতে ৫৫/১ রান করা পাকিস্তান দশ ওভারে তোলে ৯১/১। কিন্তু তারপর আর সেই মোমেন্টাম ধরে রাখতে পারে নি তারা। তবুও ভালো ফিনিশিংয়ে ১৭১/৪ করে তারা। মিডল ওভারে স্পিনের বিপক্ষে বোতলবন্দি ছিল পাকিস্তান দল। ভারত জবাব দিতে নেমে ৬ ওভারেই তোলে ৬৯/০। দশ ওভারে তোলে ১০৫, শতরানের উদ্বোধনী জুটিতে অভিষেক-গিল ভারতের জয় নিশ্চিত করে ফেলে। পরে সাত বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় ভারত। ফলে সুপার ফোরের টেবিলে শীর্ষ স্থানে অবস্থান করছে তারা। ভারত অপ্রতিরোধ্য ও অপরাজেয় তা ধারাবাহিক ভাবে প্রমান করে যাচ্ছে তারা। তারাই ফাইনাল খেলছে, দেখার বিষয় তাদের প্রতিপক্ষকে হবে। বাংলাদেশের সম্ভাবনা বেশ উজ্জ্বল তা বলাই যায়। ম্যাচ সেরা অভিষেক শর্মা। অভিনন্দন ভারতীয় দলকে। জে/এ
আপনার মতামত লিখুন :