প্রবাসীর জীবন


প্রকাশের সময় : মে ৫, ২০২৪, ৯:৪৯ পূর্বাহ্ন / ১৭
প্রবাসীর জীবন

আমান উদ্দিন

জন্মভুমির মায়া ছেড়ে মোরা
থাকি দূর প্রবাসে,
দেশের কথা স্মরণ হলে বুক
চোখের জলে ভাসে।

বেঁচে থাকার জন্য আমরা
করছি লড়াই,
প্রবাস জীবনে করতে হয়
কত চড়াই উৎরাই।

প্রবাসে দৈনন্দিন কাজের সহিত
করা লাগে সংগ্রাম,
কলুর বলদের মতো কাজ করে
ঝরে মাথার ঘাম।

খাওয়া পরার ঠিক সময় নাই
কাজের ঝামেলা,
দুঃখে কষ্টে কেটে যায় মোদের
সকাল সন্ধ্যাবেলা।

মাসের শেষে ফোন আসে বাড়ি
পাঠাতে টাকা,
স্বজনের চাহিদা পূরণ করতে
পকেট হয় ফাঁকা।

শূন্য হাতে চলতে হয় বাকিটা
সারা মাস,
কষ্টের মধ্যে জীবনযাপন করা
এরই নাম প্রবাস।

সুখের আশায় করছি মোরা
জীবন সংগ্রাম,
কর্মব্যস্ততায় হয়ে যায় সদা
চোখের ঘুম হারাম।

কত দুঃখে আছি আমরা কেউ
রাখে না খবর,
নিজের দুঃখ বেদনা বুকে চেপে
থাকতে হয় সবর।

বহু চেষ্টা পরিশ্রমের পর কেউ
দেখে সুখের মুখ,
কারো আবার কপাল মন্দ সারা
জীবনই দুখ।

এ ভাবেই চলতে থাকে প্রবাসীর
কষ্টবহ জীবন,
পরিবারের বোঝা টেনে মৃত্যুতে
ছাড়তে হয় ভুবন।