ফেনীতে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৯:২২ অপরাহ্ন / ৪০
ফেনীতে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের  বিক্ষোভ মিছিল

 

ইউসুফ মুন্সীঃ (ফেনী জেলা প্রতিনিধি)

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভুইঁয়া বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের মানুষ আর পূর্বের অবস্থা ফিরে যেতে চায় না। বিগত ৫৪ বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেভাবে দেশ পরিচালনা করেছে, তারা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। এখন মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেতে চায়। মৌলিক অধিকার আদায়ের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।

আজ ২৬ শে সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’ ফেনী ‘ জেলা শাখার উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি, (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ শহরস্থ বড় মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়।

জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুর রহমান ফরহাদ এর সঞ্চালনায় ও সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভুইঁয়া সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ভুঁইয়া, জেলা সেক্রেটারি ও ফেনী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা একরামুল হক ভুইঁয়া, বামুক ফেনী জেলা ছদর ও ফেনী ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাজী গোলাম কিবরিয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক,জেলা উপদেষ্টা মাওলানা মীর আহমদ মীরু, সদর উপজেলা সভাপতি মুফতি তৈয়ব সুলতানি, যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরী,ছাত্র আন্দোলন জেলা সভাপতি আলী আহমদ ফুরকান সহ প্রমুখ নেতৃবৃন্দ ।

জেলা সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভুইঁয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের সকল খুন, গুম, ধর্ষণ, দূর্নীতি, লুটতরাজ সহ সকল অপকর্মের বিচার সহ তাদের সহযোগী ১৪ দলের বিচার করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দ্রুত শেষ করতে হবে। অন্যথায় ইতিহাসে বর্তমান সরকারও মীরজাফরের তালিকায় স্থান করে নিবে।


There is no ads to display, Please add some