বদলিয়ে নাও মন


প্রকাশের সময় : মে ৬, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ন / ১২
বদলিয়ে নাও মন

নূপুর আঢ্য

লোভাতুর মানুষের দয়া মায়া নেই মনে,
চাই চাই আরো চাই প্রতি পদে প্রতি ক্ষণে।
নেই প্রাণ জীবনের মেকি হাসি হেসে যায়,
কথা বলে মেপেঝেপে নেয়নাকো কভু দায়।

সবুজকে করে শেষ স্বার্থের লালসায়,
নির্মল পরিবেশ আজ যেন মৃতপ্রায়।
পশুপাখি গৃহ হারা কলোরব নেই আর,
বড় বড় ঘর বাড়ি ভরে গেছে চারিধার।

এইভাবে চলে যদি উদ্ভব শেষ হবে,
থাকবে না একজনো সব কিছু পড়ে রবে।
নিজেদের প্রয়োজনে বদলিয়ে নাও মন,
লালসার মায়া জালে করোনাকো বিচরণ।

প্রকৃতিকে ভালোবেসে কাছাকাছি হলে তার,
খুঁজে পাবে ভালোবাসা নেই কিছু দরকার।
সবুজের গান গেয়ে এসো সাথী করি পণ,
থাকবো না আর দূরে করে নেব প্রিয় ধন।