বাঘায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ৮:১৯ অপরাহ্ন / ৪০
বাঘায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী-

রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলা ও দুই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাঘা ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোঃ জসীম উদ্দিন। রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আরফিন কনকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-প্রচার সম্পাদক আকতারুজ্জামান রনি। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল। এ সময় বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মো: আরিফুল ইসলাম, সাবেক বাঘা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তহিদুল ইসলাম পলান, সদস্য সচিব আবু হাসান শিমুল সহ প্রায় ৩ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোঃ জসীম উদ্দিন তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে। এই আন্দোলনে স্বেচ্ছাসেবক দল হচ্ছে অগ্রণী শক্তি। গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে প্রত্যেক কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকতে হবে।” তিনি আরো বলেন ৫ ই আগস্ট এর পরের কোনো নেতার স্থান স্বেচ্ছাসেবক দলে নেই। প্রধান বক্তা আকতারুজ্জামান রনি বলেন, দেশ আজ ভয়াবহ রাজনৈতিক সংকটে নিমজ্জিত। জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে দেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মীরাই অগ্রভাগে থেকে নেতৃত্ব দেবে। উল্লেখ্য: বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট থেকে আগত প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। জে/এ


There is no ads to display, Please add some